সংবাদ
সফলভাবে সমাপ্ত হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন দাওয়াহ প্রশিক্ষণ কর্মশালা ও দাঈ সম্মেলন ২০২৪।
০৩-০৩-২০২৫
প্রশিক্ষণ
সম্পন্ন হয়েছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধীনে পরিচালিত দাওয়াহ প্রশিক্ষণ-২০২৫। মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মিলনায়তনে। পহেলা রমজান থেকে শুরু হয়ে সমাপ্ত হয় ২৬ রমজান। প্রশিক্ষণে অংশ নিতে সারা দেশ থেকে তিন হাজার আলেম, শিক্ষক ও বিশ্ব বিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ সম্পন্ন শিক্ষার্থীগণ আবেদন করেছিলেন। সেখান থেকে MSQ পরীক্ষায় অংশ নিয়েছে সাতশত প্রশিক্ষণার্থী। প্রাথমিক পরীক্ষার মাধ্যমে মনোনীত হয়েছে একশত জন।
মাসব্যাপী এই প্রশিক্ষণে দাওয়াহর তাত্ত্বিক ও ব্যবহারিক দিক, সমকালীন চ্যালেঞ্জ , মিডিয়া ব্যবস্থাপনা, ইমোশনাল ইন্টেলিজেন্স, কনফিক্ট ম্যানেজমেন্ট, সমাজ-মনস্তত্ত্ব, লিডারশিপ, দাওয়াহ ও মার্কেটিং, প্যারেন্টিং, সাইন্টিসিজম, সেকুলারিজম, প্রাচ্যবাদসহ মোট ৩০ টি টপিকের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, প্রবীণ আলেম, দারুর রাশাদ মাদরাসার শিক্ষাসচিব মাওলানা লিয়াকত আলী, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুস্তফা মঞ্জুর, অধ্যাপক জগলুল আসাদ, কবি ও চিন্তক মুসা আল হাফিজ, ইউনাইটেড ইউনিভার্সিটির এডিশনাল ডাইরেক্টর ড. জুনায়েদ মুনির, হামদর্দ ইউনিভার্সিটির লেকচারার আলাউদ্দীন রফিক, মুফতি আব্দুল্লাহ মাসুম সহ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞগণ।
প্রশিক্ষণ প্রদান করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, প্রবীণ আলেম, দারুর রাশাদ মাদরাসার শিক্ষাসচিব মাওলানা লিয়াকত আলী, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুস্তফা মঞ্জুর, অধ্যাপক জগলুল আসাদ, কবি ও চিন্তক মুসা আল হাফিজ, ইউনাইটেড ইউনিভার্সিটির এডিশনাল ডাইরেক্টর ড. জুনায়েদ মুনির, হামদর্দ ইউনিভার্সিটির লেকচারার আলাউদ্দীন রফিক, মুফতি আব্দুল্লাহ মাসুম সহ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞগণ। ২৬ রমজান প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দিয়ে সমাপ্ত হয় মাসব্যাপী দাওয়াহ প্রশিক্ষণ ২০২৫। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আস সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাজ্ঞ, দক্ষ, বিচক্ষণ দাঈ তৈরি করা এই প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য। প্রশিক্ষণের মাধ্যমে দাওয়াহর ময়দানকে অবিতর্কিত, সুশৃঙ্খল, সুসংহত ও সুশোভিত করা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ২০২২ থেকে আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়মিত দাওয়াহ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘আমরা চাই দাওয়াহর ময়দানকে অবিতর্কিত, সুশৃঙ্খল, সুসংহত ও সুশোভিত করতে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আশা করি, আমাদের এই উদ্যোগ দেশের দাওয়াহ কার্যক্রমকে আরো গতিশীল করবে।’