চতুর্থ আন্তর্জাতিক কুদস সপ্তাহ
আমাদের সম্পর্কে
ফিলিস্তিন ওলামা পরিষদের বাংলাদেশী কো-অর্ডিনেটর হিসেবে ২০১৯ সাল থেকে দেশে ফিলিস্তিন ও মসজিদে আকসার পক্ষে জনমত গঠনে নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন উস্তায মুহাইমিনুল হাসান রিয়াদ। এই সকল কার্যক্রমকে আরও সু সংগঠিত করে বাংলাদেশের সামাজিক উন্নয়নে কাজ কারার দিক নির্দেশনা আসে ওলামা পরিষদ থেকে, এরই ধারবাহিকতায় বাংলাদেশে একটি প্লাটফর্ম তৈরির সিদ্ধান্ত গ্রহণ করি। এতে ওলামা পরিষদের প্রেসিডেন্ট শাইখুল হাদিস আল্লামা ড. নাওয়াফ তাকরুরী হাফিযাহুল্লাহ সকল বিষয়ে তদারকি করেন; অতঃপর ২০২২ সালের ১৫ ই আগষ্ট ইস্তানবুলের একটি আন্তর্জাতিক যুবসম্মেলনে 'ইন্তিফাদা ফাউন্ডেশন' এর উদ্বোধনী প্রোগ্রামের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে, যে সম্মেলনে ৪০ টি দেশের ৩০০+ ডেলিগেট ও আন্তর্জাতিক ব্যক্তিত্বের উপস্থিতি ছিল।
ইফতার বিতরণ-২০২৫
আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় ৩০ হাজার পরিবারকে ১ মাসের ইফতার দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। প্রত্যেক পরিবারকে দেয়া হবে⸺২ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি চিনি।
কুরআন-বর্ষ - আমাদের প্রকল্প
কুরআন-বিষয়ক জ্ঞানচর্চার অংশ হিসেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন এ যাবৎ কালের সর্ববৃহৎ প্রতিযোগিতার আয়োজন করছে। ৩ জনকে উমরাহ-সহ ১৫ লক্ষ টাকার পুরস্কার থাকছে এই প্রতিযোগিতায়। এ লক্ষে রমজান ১৪৪৫ থেকে রমজান ১৪৪৬ সময়কাল আমরা ঘোষণা করছি ‘কুরআন-বর্ষ’ হিসেবে।
পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়াহ
এটি আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘আস-সুন্নাহ দাওয়াহ ও গবেষণা ইনস্টিটিউট’-এর একটি শিক্ষামূলক উদ্যোগ। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের উপযোগী দাঈ তৈরি করা এই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
সর্বশেষ আপডেট এবং খবর
সাম্প্রতিক সংবাদ
সবার জন্য কুরবানী
সবার জন্য কুরবানী আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানবসেবামূলক নিয়মিত কার্যক্রমের অংশ। প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশন দীনদার ধনীদের পক্ষ থেকে গরিব জনগোষ্ঠীর মধ্যে কুরবানী কার্যক্রম পরিচালনা করে আসছে।
যাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রকল্প
স্বাবলম্বীকরণ প্রকল্পের মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশন দরিদ্রদেরকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ ও উপকরণ-সহায়তা প্রদান করে। বেকার ও অদক্ষ নারী-পুরুষকে দক্ষতা বৃদ্ধির জন্য (আলাদাভাবে) কারিগরি প্রশিক্ষণ পূর্বক আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় উপকরণ প্রদান করে আত্মনির্ভরশীল করা এ প্রকল্পের উদ্দেশ্য।
বৃক্ষরোপণ কর্মসূচি
বদলে যাচ্ছে আবহাওয়ার চিরচেনা চরিত্র। গরমের তীব্রতায় পুড়ছে দেশ। জলবায়ু পরিবর্তন এবং বৃক্ষ নিধনসহ আমাদেরই হাতের কামাইয়ের পরিণতি প্রত্যক্ষ করছি আমরা। এ থেকে রক্ষা পেতে দরকার প্রচুর পরিমাণে গাছ লাগানো। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিবছর সারাদেশে ফলজ বৃক্ষ রোপনের পরিকল্পনা হাতে নিয়েছে। সাধারণ মানুষ থেকে অর্থ সংগ্রহ করে দেশের প্রত্যন্ত এলাকার মাসজিদ, মাদরাসা এবং দরিদ্র জনগোষ্ঠী—যাদের গাছ লাগানোর মতো জমি রয়েছে—ফলজ গাছের চারা ক্রয় করে লাগানোর ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে সাধারণ মানুষকে সাদাকায়ে জারিয়ায় অংশগ্রহণের সুযোগ এবং দরিদ্রদের বছরব্যাপী আয়ের সুযোগ প্রদান করা হয়।
ইফতার ও রমাদান ফুড বিতরণ
ইফতার ও রামাদান ফুড বিতরণ আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিয়মিত কর্মসূচির একটি। দেশের প্রত্যন্ত অঞ্চলের অভাবী সিয়াম পালনকারীরা যেন রামযান মাসে নির্বিঘ্নে সিয়াম পালন ও ইবাদত-বন্দেগী করতে পারেন, সে লক্ষ্যে তাদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।