চতুর্থ আন্তর্জাতিক কুদস সপ্তাহ
আমাদের সম্পর্কে
ফিলিস্তিন ওলামা পরিষদের বাংলাদেশী কো-অর্ডিনেটর হিসেবে ২০১৯ সাল থেকে দেশে ফিলিস্তিন ও মসজিদে আকসার পক্ষে জনমত গঠনে নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন উস্তায মুহাইমিনুল হাসান রিয়াদ। এই সকল কার্যক্রমকে আরও সু সংগঠিত করে বাংলাদেশের সামাজিক উন্নয়নে কাজ কারার দিক নির্দেশনা আসে ওলামা পরিষদ থেকে, এরই ধারবাহিকতায় বাংলাদেশে একটি প্লাটফর্ম তৈরির সিদ্ধান্ত গ্রহণ করি। এতে ওলামা পরিষদের প্রেসিডেন্ট শাইখুল হাদিস আল্লামা ড. নাওয়াফ তাকরুরী হাফিযাহুল্লাহ সকল বিষয়ে তদারকি করেন; অতঃপর ২০২২ সালের ১৫ ই আগষ্ট ইস্তানবুলের একটি আন্তর্জাতিক যুবসম্মেলনে 'ইন্তিফাদা ফাউন্ডেশন' এর উদ্বোধনী প্রোগ্রামের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে, যে সম্মেলনে ৪০ টি দেশের ৩০০+ ডেলিগেট ও আন্তর্জাতিক ব্যক্তিত্বের উপস্থিতি ছিল।
মুজাহীদ ভাইদের জন্য সহায়তা
২০২৩ সালের ৭ অক্টোবরে গাজ্জায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর ৯ ই অক্টোবর ফিলিস্তিন ওলামা পরিষদের নির্দেশে আমরা মুজাহীদ ভাইদের জন্য কালেকশন এর ঘোষণা দেই এবং ১৫ ই অক্টোবর আমরা প্রথম ধাপে মুজাহীদ ভাইদের কাছে আমানত হস্তান্তর করি এবং ২৭ এ অক্টোবর ২০২৩ দ্বিতীয় ধাপের আমানত হস্তান্তর করি, এভাবে করে প্রতি মাসে ১ কিংবা ২বার করে ধারাবাহিক ভাবে বর্তমান সময় পর্যন্ত মুজাহীদ ভাইদেরকে আপনাদের আমানত পৌঁছে দিচ্ছি এবং যতদিন কুদস মুক্তির এ সংগ্রাম চলমান থাকবে ততদিন আমাদের এ প্রজেক্ট চলবে ইংশাআল্লাহ।
গাজ্জায় মানবিক সহায়তা
গাজ্জায় মানবিক সেবামূলক কাজ হিসেবে আমরা গাজ্জায় খাদ্য, শুকনো খাবার, রান্না করা খাবার, প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ, নগদ অর্থ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, এমন ৩০+ প্রজেক্ট গাজ্জার নিরস্ত্র মানুষদের জন্য করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
কুদস সপ্তাহ বাস্তবায়ন
কুদস সপ্তাহ ইন্তিফাদা ফাউন্ডেশনের একটি মেগা প্রজেক্ট।
সর্বশেষ আপডেট এবং খবর
সাম্প্রতিক সংবাদ
মুজাহীদ ভাইদের জন্য প্রজেক্টঃ
২০২৩ সালের ৭ অক্টোবরে গাজ্জায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর ৯ ই অক্টোবর ফিলিস্তিন ওলামা পরিষদের নির্দেশে আমরা মুজাহীদ ভাইদের জন্য কালেকশন এর ঘোষণা দেই এবং ১৫ ই অক্টোবর আমরা প্রথম ধাপে মুজাহীদ ভাইদের কাছে আমানত হস্তান্তর করি এবং ২৭ এ অক্টোবর ২০২৩ দ্বিতীয় ধাপের আমানত হস্তান্তর করি, এভাবে করে প্রতি মাসে ১ কিংবা ২বার করে ধারাবাহিক ভাবে বর্তমান সময় পর্যন্ত মুজাহীদ ভাইদেরকে আপনাদের আমানত পৌঁছে দিচ্ছি এবং যতদিন কুদস মুক্তির এ সংগ্রাম চলমান থাকবে ততদিন আমাদের এ প্রজেক্ট চলবে ইংশাআল্লাহ।
খাদ্য সামগ্রী বিতরণ
গাজ্জায় মানবিক সেবামূলক কাজ হিসেবে আমরা গাজ্জায় খাদ্য, শুকনো খাবার, রান্না করা খাবার, প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ এমন ৩০+ প্রজেক্ট গাজ্জার নিরস্ত্র মানুষদের জন্য করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
এতিমদের প্রজেক্ট
গাজ্জায় ফিলিস্তিন ওলামা পরিষদের তত্বাবধায়নে থাকা ১৪১ জন শিশুদের (যাদের পরিবারের সকলেই শহীদ ওই শিশুই একমাত্র জীবিত) জন্য খাবার এবং নগদ অর্থ এবং ২০২৫ এর রমজানের ঈদ উপলক্ষ্যে তাদের জন্য প্রয়োজনীয় পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে।
নগদ অর্থ বিতরণ
গাজ্জায় মানবিক ত্রাণের পাশাপাশি হাসপাতালের চিকিৎসারত অসুস্থ মানুষদের নগদ অর্থ বিতরণের ২টি প্রজেক্ট করা হয়েছে।
ভিডিও গ্যালারি
স্কুল ভবন প্রকল্প
লাইব্রেরি স্থাপনা
মেডিকেল ক্যাম্প
স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি
বার্ষিক সম্মেলন ২০২৪
কমিউনিটি মিটিং
সম্প্রদায়ের প্রভাব
সফলতার গল্প